প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছে শহরবাসী!

প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছে মানুষ। কিছুতেই ঘরে রাখা যাচ্ছে না। হাট-বাজার, দোকান, অলি-গলি সবখানে ভীড় করছেন। সব নির্দেশনা উপেক্ষা করে বন্ধুর সাথেও দেখা করতে বের হচ্ছেন কেউ কেউ। বিশেষ করে লকডাউন করা টাঙ্গাইল শহরে এমন চিত্র উদ্বেগের। মাঠ পর্যায়ে আইন শৃংখলা বাহিনী কথাও অমান্য করছেন শহরবাসী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বলছেন কমিনিউটি ট্রান্সমিশন মাধ্যমে ঝুকি বাড়তে বারে, সেটা যেন দেশের জনগন বুঝার চেষ্টাই করছেন না, ঝুকি জেনেও যেন ঘর থেকে বের হচ্ছেন।
এই দিকে করনো সংক্রমন যেন না বাড়ে সরকারী সাধারন ছুটি ২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়ছে।
শহরের কয়েকটি যায়গায় পরিদর্শন করে সাধারন জনগণের সাথে কথা বলে যানা যায়, জীবীকার তাগিতে বের হচ্ছেন কেউ। নিন্ম আয়ের মানুষেরা বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সরকারী এবং ব্যাক্তি পর্যায়ে ত্রানের নানা উদ্যোগ থাকলেও নিন্মা আয়ের মানুষের ঘরে যেন যাচ্ছেনা ত্রানের কোন অংশই।