টাঙ্গাইলের করটিয়া হাটে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই

দেশের অন্যতম বৃহত্তম টাঙ্গাইলের করটিয়া কাপড়ের হাটে আগুন লেগে দশটি দোকান পুড়ে ছাই হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রথমিকভাবে আগুনের সুত্রপাতের কারণ জানা যায়নি।
করটিয়া হাট কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল হক জানান, আগুন লাগার বিষয়টি ফায়ার স্টেশনকে জানালে তারা তাৎক্ষনিক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি কাপড়ের দোকান ও একটি হোটেল পুড়ে গিয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, করটিয়া বাজারের আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষয়তির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।